শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক যুবক বাড়ি থেকে পালিয়ে গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
৩৫ বছর বয়সী এই যুবক গরীবেরচর ইউনিয়নের বাসিন্দা।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এই যুবক বাড়ি আসে। খবর পেয়ে উজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাড়ি গিয়ে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে আসেন। তখন তার নমূনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়।
“গত রোববার গভীর রাতে রিপোর্ট পাওয়া যায় তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।”
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন সোমবার সকালে পুলিশ নিয়ে তার বাড়ি যান তাকে চিকিৎসাপত্র দিতে। কিন্তু বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সে বাড়ি থেকে পালিয়ে গেছে।
পরিবারের লোকজনের কাছে জানতে চাইলে তারা ওই যুবক তিন দিন আগে বাড়ি থেকে চলে গেছেন বলে জানান; পরে তাদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে, বলেন হাফিজুর রহমান।
গোসাইরহাট থানার ওসি মোল্যা সোহেব আলী বলেন, বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বলেছেন তিনি তিনদিন আগে বাড়ি থেকে চলে গেছেন।