করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেলজিয়ান প্রো লিগ বাতিলের পর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাব ব্রুজকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
গত মাসে লিগের পরিচালনা পর্ষদ লিগ বাতিলের সুপারিশ করেছিল। শুক্রবার দেওয়া হয় আনুষ্ঠানিক ঘোষণা।
লিগ স্থগিত হওয়ার সময় এক রাউন্ড বাকি ছিল। দ্বিতীয় স্থানে থাকা হেঙ্কের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে ছিল ক্লাব ব্রুজ।
এটি ক্লাব ব্রুজের ১৭তম লিগ শিরোপা এবং সবশেষ পাঁচ মৌসুমে তৃতীয়। ক্লাবটি আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, আর হেঙ্ক খেলবে বাছাইপর্ব।