চাঁদপুরে মোট করোনাভাইরাস শনাক্ত ৯৭ জনের

0
393

চাঁদপুরে নতুন তিন জনসহ করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হলো ৯৭। এর মধ্যে মারা গেছে আট জন। সুস্থ হয়েছে ২১ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে বৃহস্পতিবার এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিাবর জেলার মোট ২৯ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩জন পজেটিভ। আর বাকি ২৬ জনের রিপোর্ট নেগেটিভ।

জেলায় বর্তমানে আক্রান্ত ৯৭ জনের মধ্যে সদরে ৫৪, ফরিদগঞ্জে ১১, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৬, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৫, শাহরাস্তিতে ৭ ও হাইমচরে ২ জন রয়েছেন।

“চাঁদপুর থেকে আরও ১২২ জনের নমুনা পাঠানো হয়েছে টেস্টের জন্য। এ নিয়ে মোট পাঠানো নমুনার সংখ্যা ১৩৪২। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১০৮৬ টি। রিপোর্ট অপেক্ষমান ২৫৬টি।”

তিনি আরও জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত যাওয়া রোগীর সংখ্যা ৬২। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৮ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা তিন হাজার ৬৬৩। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৬১৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here