তুমি বলেছিলে শ্বাস নিতে পারছ না;
কিন্তু পুলিশ সে-কথা আমলে নেয়নি।
যেন ওই সাদা হাঁটুর চাপে কালোরা মোটেও মরে না–
কালোরা এতই অদম্য আর এতই শক্তিশালী!
তোমার যে-শ্বাস,আর চিৎকার, আর যত গোঙ্গানি–
সব ছেড়ে দিয়ে তুমি চলে গেলে, সাদা করোনার চেপে-ধরা শ্বাসরোধে।
আমরা এখন তোমারই শ্বাস, চিৎকার আর গোঙ্গানি হয়ে ছড়িয়ে পড়েছি
রাস্তায়, আর শহরে শহরে, প্রতিটি রাজ্যে। আমেরিকা ছেড়ে
আরও দূর দেশে দেশে।
কালো ভাই, তুমি চলে গিয়ে ফিরে
এলে অদম্য রূপে।
আমেরিকা,তুমি শ্বাস নিতে পারছ তো?