করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আড়াই হাজার টাকার তালিকায় এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার ছেলেসহ নয় স্বজনের নাম পেয়েছে তদন্ত কমিটি।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় এ তদন্তে গঠিত দুইটি কমিটি।
জেলা প্রশাসন ও কসবা উপজেলা প্রশাসনের গঠিত পৃথক দুইটি তদন্ত কমিটি সোমবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে কসবার ইউএনও মাসুদ উল আলম জানান, চেয়ারম্যান আলম মিয়া তার ছেলেসহ আত্মীয়-স্বজনদের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ ওঠার পর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
“দুটি কমিটির তদন্তে চেয়ায়ারম্যানের ছেলে ও ভাইসহ নয়জন নিটক আত্মীয়ের নাম অন্তর্ভূক্ত করার সত্যতা পাওয়া গেছে।”
তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগে চিঠি দেবেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার আড়াই হাজার টাকা দেওয়ার জন্য ৫৮৮ জনের তালিকা তৈরি করেন। এ তালিকায় তার ছেলে, দুই ভাই, বোনসহ পরিবার এবং নিকট আত্মীয়দের নাম অন্তর্ভূক্ত করেন বলে অভিযোগ ওঠে।
মো. আলম মিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন এ কমিটির যুগ্ম-আহ্বায়ক রাশেদুল কাউসার জীবন।