করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হলেও টিকেটের জন্য যাত্রীদের ভিড়ের কারণে কাতার এয়ারওয়েজের বাংলাদেশ কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার এয়ারলাইন্সটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৬ জুন বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
এজন্য বিভিন্ন গন্তব্যে তাদের টিকিট বিক্রি শুরু হলে টিকিটের জন্য যাত্রীরা এয়ারলাইন্সটির বাংলাদেশ অফিসে ভিড় করতে থাকে।
দুর্ভাগ্যবশত সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
যাত্রী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তাকে কাতার এয়ারওয়েজ সর্বাধিক গুরুত্ব দেয় উল্লেখ করে এতে বলা হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিতে কাতার এয়ারওয়েজ সাময়িকভাবে তাদের বাংলাদেশ অফিস বন্ধ রাখছে।
বুকিং সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের ফোনে বা ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।