পাকিস্তানি অধিনায়ককে মেরে ফেলবেন সানিয়া মির্জা!

0
355

‘দলের মধ্যে তোমার প্রিয় ভাবী কে?’- এক অনলাইন লাইভে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে এমন প্রশ্ন করেছিলেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। উত্তরে সরফরাজ আহমেদের স্ত্রী খুশবখতেরর নাম বলেন বাবর।

আর এতেই যেন দলের অন্যান্য ভাবীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন বাবর। খোদ মালিকের স্ত্রী ও ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা তো সরাসরি মেরেই ফেলার হুমকি দিয়েছেন বাবরকে। এমনকি বাড়িতে গেলে আর আপ্যায়ন মিলবে না, এমনটাও বলেছেন সানিয়া।

ইন্সটাগ্রাম লাইভে বাবর যখন প্রিয় ভাবী হিসেবে সরফরাজের স্ত্রীর কথা বলেন, তখন মজার ছলেই মূলত তাকে মেরে ফেলার হুমকি দেন সানিয়া। মন্তব্যের ঘরে তিনি লিখেন, ‘আমি তোমাকে মেরেই ফেলবো।’ ভিন্ন আরেক মন্তব্যে সানিয়া লিখেন, ‘আমাদের বাড়ির কাউচে আর ঘুমাতে পারবে না তুমি।’

শুধু সানিয়া একাই নয়, বাবরের উত্তরে ক্ষেপেছেন আরেক ক্রিকেটার আজহার মাহমুদের স্ত্রী এবা কুরায়েশিও। তিনিও এক জোড়া মন্তব্যে লিখেছেন, ‘মেরেই ফেলবো তোমাকে। খুব ভালো, ধন্যবাদ। আমাদের বাসায় আর দাওয়াত পাবে না তুমি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here