ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও তার শ্যালক সৌরভ মাতুব্বর (১৫)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহমুদ জানান, ঘটনাস্থলে শালা দুলাভাই মারা যান। মেয়েটিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।